নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলার ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শেখ রাসেল কম্পিউটার ল্যাবে চুরি হয়েছে। গভীর রাতে ল্যাবের কেচিগেইট, গ্রীল এবং দরজার ৫ টি তালা ভেঙ্গে এ চুরি সংঘটিত হয়। এর মধ্যে রয়েছে ৭ টি ল্যাপটপ, একটি এলইডি টিভি ও একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।
কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম জানান, রাতে কলেজে কোন নৈশপ্রহরী ছিলো না। সকালে এসে কলেজ খুলে দেখা যায় ল্যাব থেকে ৭ টি ল্যাপটপ, ১ টি এলইডি টিভি ও ১ টি ট্যান্সফরমার চুরি হয়েছে। এসবের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।
এদিকে, দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান ও উপজেলা সহকারী প্রোগ্রামার মাজদার আলী।
সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় জিডি করা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।’
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …