রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

সিংড়ায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ

নাটোরের সিংড়া থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ জাকির হোসেন (৪৮),মানিক সরকার (৩৪), মুনজুর রহমান (৪৫) নামে ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে সিংড়ার নিংগইন এলাকা থেকে তাদের ৯৩৪ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ আটক করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল উপজেলার নিংগইন এলাকায় আব্দুর রহিমের বাড়ির পাশে অভিযান পরিচালনা করে। এসময় একটি ট্রাকে তল্লাশি করলে তার মধ্যে থেকে ৯৩৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়।  এ সময় বাংলাদেশে নিষিদ্ধ মাদক হিসেবে ববহৃত ফেনসিডিল বহনের দায়ে জাকির হোসেন (৪৮), মানিক সরকার (৩৪), মুনজুর রহমান (৪৫) নামে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …