নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক কর্তৃক চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকালে ২০ টি অক্সিজেন সিলিন্ডার, ১০টি ফ্লোমিটার, ৩০টি পালস অক্সিমিটার সহ চিকিৎসা উপকরণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলামের নিকট হস্তান্তর করেন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রঞ্জিত কুমার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, সিংড়া গোল-ই আফরোজ সরকারী কলেজের ভিপি সজীব ইসলাম জুয়েল সহ অন্যরা। চিকিৎসা উপকরণ হস্তান্তর পর প্রতিমন্ত্রী পলক ভিডিও ফোনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলেন এবং করোনা পরিস্থিতিতে যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন প্রধান মন্ত্রীর পক্ষ থেকে তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …