বিশেষ প্রতিবেদকঃ
বাংলাদেশের আদর্শগ্রাম খ্যাত নাটোরের সিংড়ার হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সকাল সাড়ে আটটা থেকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে শেষ হয় বিকেল সাড়ে চারটায়। এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি ছিল। পরে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের ১৩ তম নির্বাচন- ২০২০ এর ফলাফল ঘোষণা করা হয়।
হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের ইতিহাসে চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোটে বিজয়ী হন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরশ তৌফিক। মোট পুরুষ ভোটার ৫৮৮, ভোট প্রদান করেছে ৩৬০। চেয়ারম্যান পদে আল তৌফিক পরশ ৩২৫, আব্দুস সালাম ১১, মির্জা মাজিদুল কাইয়ুম হান্নান ০৫, নষ্ট ভোট -১৯ টি। ভাইস-চেয়ারম্যান পদে আলমগীর কবীর শাহ ২৭২, মাহাবুবুর রহমান ডাবলু ৮২।
উল্লেখ্য হুলহুলিয়া গ্রামের আইন-শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য আদর্শ একটি পরিষদ কাজ করে। এই পরিষদে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন হয়ে থাকে।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …