নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
সিংড়া উপজেলার ১২নং রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন। বৃহস্পতিবার বিকেল ৩ টায় প্রায় ৩ হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ মান্নান, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পলাশ সরদার, রইচ উদ্দিন, দপ্তর সম্পাদক আঃ জব্বার, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ আবুল কালাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওনায়দুল হক বুলবুল, তথ্য ও গবেষণা সম্পাদক ফিরোজ আলম, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, যুবলীগ নেতা রবিউল ইসলাম , ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলুল হক বাবু, আবুল কাসেম, ওসমান আলী, বেলাল হোসেন, শাহাদত হোসেন, আঃ মজিদ, আবু বকর সিদ্দিক, বিলহালতি ত্রিমোহনী কলেজের অধ্যক্ষ গোলাম সারওয়ারসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মুকুল হোসেন বলেন, দলীয় মনোনয়ন চেয়েছিলাম কিন্তু পাইনি। ইউনিয়নের সাধারণ জনগণের ভালোবাসায় আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। জনগণ আমার সাথে আছে। বিপুল ভোটে আগামী নির্বাচনে বিজয় লাভ করবো ইনশাআল্লাহ্।
আরও দেখুন
বড়াইগ্রামে অবৈধভাবে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে …