রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / সিংড়ার সাবেক মেয়র শামীম আল-রাজির ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

সিংড়ার সাবেক মেয়র শামীম আল-রাজির ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ


নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া পৌরসভার সাবেক মেয়র ও মিউনিসিপাল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক মহাসচিব শামিম আল-রাজির ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ৭ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। এর আগে ৬ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সিংড়া পৌর শহরের পাড়া জয়নগর মহল্লার মরহুম ডাক্তার মাহতাব উদ্দিনের ছেলে। শামিম আল রাজি সিংড়া পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র ছিলেন। সিংড়া পৌর বিএনপির সভাপতি ও সর্বশেষ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন, মরহুম শামীম আল-রাজি ছিলেন সিংড়া বিএনপির অবিসংবাদিত নেতা। তাঁর অভাব কখনই পূরণীয় নয়। তিনি বেঁচে থাকলে বিএনপি আরো শক্তিশালী অবস্থানে থাকতো।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …