নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় শিক্ষার্থীদের জন্য উপহার পাঠিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। সিংড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ৩০ হাজার মাস্ক উপহার হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এসএম সামিরুল ইসলামের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয়।
আজ ১৩ সেপ্টেম্বর সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান এবং প্রাথমিক শিক্ষা অফিসার আলী আশরাফ এর কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক রুহুল আমিন। রুহুল আমিন জানান করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সময় শিক্ষার্থীরা যাতে নিরাপদ থাকে তার জন্যই এই মাস্ক এর ব্যবস্থা করেছেন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি আরো জানান সিংড়ার জনমানুষকে নিরাপদ রাখতে তিনি সর্বদাই সচেষ্ট আছেন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …