সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ার বিলদহর বাজারে লোকসমাগমের খবর পেয়ে পুলিশের ঝটিকা অভিযান

সিংড়ার বিলদহর বাজারে লোকসমাগমের খবর পেয়ে পুলিশের ঝটিকা অভিযান

নিজস্ব প্রতিবেদক
নাটোরের সিংড়ার পৌর শহর সহ ১২টি ইউনিয়নের প্রতিটি বাজার ও রাস্তার মোড়ের দোকান,চায়ের ষ্টল এবং লোকসমাগম বন্ধ করে দিয়ে লকডাউন শুরু করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি সরকারী নির্দেশনা অনুযায়ী আজ বুধবার সকাল থেকে এই লকডাউন শুরু করে।

উপজেলার গুরুত্বর্পুণ বামিহাল,কালিগঞ্জ,বিয়াশ, কলম. জামতলী, চৌগ্রাম, শেরকোল ও ডাহিয়া বাজারের ব্যবসায়ীরা এই লকডাউন মেনে বাড়িতে অবস্থান নিলেও সরকারী আদেশ উপেক্ষা করে অহেতুক বাজারে ঘুরা ফেরা করছে উপজেলার বৃহত্তম বিলদহর বাজারের সাধারন মানুষ। এতে লোক সমাগম দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায় উপজেলা প্রশাসন থেকে মাইকিং করা পর বাজারে দোকান বন্ধ করে দেওয়া হলেও লোকসমাগম কিছুতেই কমছেনা। সকাল থেকে সন্ধার পরও মানুষ বাজারে বসে গল্প গুজব ও বিনা কারণে ঘোরাফেরা করছে। এদের মধ্যে অনেকেই বিদেশ ফেরতরাও রয়েছেন। বিলদহর বাজারের লোকসমাগমের খবর পেয়ে পুলিশ ঝটিকা অফিযান চালায়। পুলিশের ঝটিকা অফিযানের পর এখন অনেকটাই ফাঁকা।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *