সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ার বিয়াশে গভীর রাতে মধ্যবিত্তের দ্বারে দ্বারে মানবতার ফেরিওয়ালারা

সিংড়ার বিয়াশে গভীর রাতে মধ্যবিত্তের দ্বারে দ্বারে মানবতার ফেরিওয়ালারা

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
গরিবের পাশে সরকার আছে, আছে এনজিও এবং বিভিন্ন ব্যক্তি ও সংস্থা। কিন্তু করোনার এই দুর্যোগে কর্মহীন মধ্যবিত্তরা বড়ই অসহায়। ওরা না পারছে হাত পাততে, নার পারছে ক্ষুধার জ্বালা সইতে। এইসব মধ্যবিত্ত পরিবারে রাতের অন্ধকারে দরজায় কড়া নাড়ছে মানবতার ফেরিওয়ালারা। নিজেরা মাথায় করে খাবার পৌঁছে দিচ্ছে বাড়ি বাড়ি। কোনো আনুষ্ঠানিকতা নয়, প্রচারের জন্য তারা লালায়িতও নয়। 

সিংড়া উপজেলার বিয়াশ গ্রামে এই উদ্যোগ নিয়েছে ‘আমরা বিয়াশের সন্তান’ ও ‘বিয়াশ যুব উন্নয়ন বহুমুখী সংঘ’।

জানাগেছে,  দেশের বিভিন্ন শহর ও বিদেশে থাকা এই গ্রামের কিছু তরুণদের  মধ্যে আন্তঃযোগাযোগ  রাখার জন্য ‘আমরা বিয়াশের সন্তান’ নামে এক ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপ আছে। গ্রুপ এডমিন করোনা সঙ্কটে গ্রামের কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালে সবাই সাড়া দেন। 

পরে বিয়াশ যুব উন্নয়নবহুমুখী সংঘের সাহায্যে প্রায় ১৫০ পরিবারের মাঝে ৭ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ ও আধা লিটার তেল সম্বলিত এটি প্যাকেট গ্রামের কর্মহীন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে পৌঁছে দিচ্ছে। ক্লান্তিহীনভাবে এ কাজটি করছেন গ্রামে থাকা কিছু তরুণেরা। তারা কোনো খাদ্য গ্রহিতার ছবি তুলছে না। রাতের বেলা চুপি চুপি বাসায় পৌঁছে যাচ্ছে তারা।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …