সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ার বড় বারৈহাটিতে পথচারীদের জন্য বসার সু ব্যবস্থা

সিংড়ার বড় বারৈহাটিতে পথচারীদের জন্য বসার সু ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: সিংড়ার বড় বারৈহাটিতে পথচারীদের জন্য বসার সু ব্যবস্থা করেছে জেলা পরিষদ।  চলতি অর্থবছরে রাস্তার পাশে ৪ টি সুদৃশ্য ছাতাসহ পাকা হেলান বেঞ্চ তৈরি করা হয়েছে।  এতে ব্যয় হয়েছে ১ লক্ষ টাকা।  বিলের মধ্যে রাস্তার দুই পাশে যাতায়াতের সময় শ্রান্তি দূর করতে আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় এবং জেলা পরিষদের বাস্তবায়নে ৭ নং লালোর ইউনিয়নের বড় বারৈহাটী গ্রামের চারমাথা হতে কালীর বাড়ী পর্যন্ত রাস্তার পাশে বসার জন্য বেঞ্চ ও ছাতা প্রদান করা হয়েছে । এতে এলাবাসী এটাকে বিনোদনের স্থান হিসেবে দেখছে।

বারৈহাটি গ্রামের আব্দুল হামিদ জানান, আমরা কখনো ভাবতেই পারিনি এমন প্রশস্ত রাস্তা পাব এবং তার সাথে এতো সুন্দর বসার জায়গা।  রোদ বৃষ্টি ঝড়ে এই ফাঁকা জায়গায় হঠাৎ করেই মানুষ দাঁড়ানো জায়গা পেলো।

আরও দেখুন

সিংড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার

কমিটি গঠন নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,লিটন আহমেদ (দৈনিক সকালের সময়) সভাপতি ও মোঃ রবিন খান(দৈনিক কালবেলা) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *