নিজস্ব প্রতিবেদক:
সিংড়ার চলনবিলে অবৈধভাবে গড়ে তোলা সিসা তৈরির কারখানা বন্ধ করে দিল প্রশাসন। সোমবার বেলা ১২টায় চলনবিলের ডুবন্ত সড়কের সাতপুকুরিয়া ও ডাহিয়ায় মাঝে প্রভাবশালীদের গড়ে তোলা সিসা তৈরির কারখানায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইমরান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার কেয়ারটেকার রাজশাহী বেলপুকুরিয়ার আলাউদ্দিনের ছেলে আশিক (২৭) এর ৩০ হাজার টাকা অর্থদন্ড ও কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এসময় উপস্থিত ছিলেন নাটোর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম, থানার এসআই নুরে আলম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী কুরবান আলী প্রমূখ। এদিকে মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের মাঝে প্রভাবশালীদের সিসা তৈরি কারখানা বন্ধ ঘোষণা করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সহ এলাকাবাসী।
সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, পরিবেশ সংরক্ষণ আইনে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। চলনবিলের কোথায় এধরণে ক্ষতিকর কারখানা আর কেহ যেন গড়ে তুলতে না পারে সেদিকে প্রশাসনের নজরদারি থাকবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …