সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ার কলকলি বাঁধ ভেঙ্গে ১০ টি গ্রাম প্লাবিত

সিংড়ার কলকলি বাঁধ ভেঙ্গে ১০ টি গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া: 
নাটোরের সিংড়া উপজেলার কতুয়াবাড়ী-বলিয়াবাড়ি রাস্তার মহেশচন্দ্রপুর কলকলি নামক স্থানে দুপুরে বাঁধ ভেঙ্গে গেছে। রবিবার দুপুরে আত্রাই নদীর পানির প্রবল স্রোতে বাঁধটি ভেঙ্গে যায়। বাঁধ ভেঙ্গে কলম- চানপুর বিলে পানি প্রবেশ করছে। এতে করে কলম ইউনিয়ন প্লাবিত হবে।

বিশেষ করে কলম, কুমারপাড়া, বলিয়াবাড়ি,  জগতপুর, নজরপুর, কলকলিপাড়াসহ ১০ টি গ্রাম প্লাবিত হবে বলে আশংকা করা হচ্ছে বলে জানান কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু। তিনি বন্যার্ত  এলাকা  পরিদর্শন এবং খোঁজ খবর নিচ্ছেন । 

এদিকে রবিবার আত্রাই নদীর পানি বিপদসীমার ৯৩ সে: মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  ইতোমধ্য উপজেলার সুকাশ ও হাতিয়ান্দহ ব্যতিত  ১০টি ইউনিয়ন এবং সিংড়া পৌর এলাকা প্লাবিত হয়েছে। ২৬ টি আশ্রয় কেন্দ্রে দু হাজার বন্যার্ত আশ্রয় নিয়েছে। প্রয়োজনীয় খাদ্য সহায়তা দিচ্ছে উপজেলা প্রশাসন। সিংড়া পৌর এলাকার ১২ টি ওয়ার্ডে বন্যার পানি প্রবেশ করেছে। সিংড়া বাজার সহ গুরুত্বপূর্ণ এলাকা প্লাবিত হয়েছে। 

অপরদিকে  আইসিটি জুনাইদ আহমেদ পলক এমপি ও ব্যক্তিগত ভাবে ত্রাণ সহায়তা দিচ্ছেন। এদিকে পৌর এলাকার বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা এবং বন্যার্তদের সহায়তা করে যাচ্ছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। এছাড়া জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থা ও এগিয়ে আসছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …