নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৮৮ জন । নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগেই স্থানীয় পর্যায়ে মনোনয়ন পত্র সংগ্রহের আহবানে শোডাউন করে মনোনয়ন সংগ্রহ করেন তারা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইসিটি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির নিষেধ সত্বেও তারা এই শোডাউন করেন বলে জানানধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা প্রাথমিক ভাবে তালিকা তৈরির লক্ষে মনোনয়ন ফরম বিতরণ ৯ তারিখ থেকে শুরু করি এবং ১৬ তারিখ শেষ হলো। কেন্দের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কার্যক্রম চলবে।
১ নং সুকাশ ইউনিয়ন মোজাম্মেল হক, সুলতান আহমেদ, মোফাজ্জল হোসেন, আলম হোসেন ,আ: জলিল আ: মজিদ, আনোয়ার হোসেন, আজহারুল ইসলাম, রাজু আহমেদ, নাজিম, আশিক, ইকবাল আজিজুল হক ,২ নং ডাহিয়া ইউনিয়ন এমএম আবুল কালাম, সিরাজুল, মজিদ, দুলাল হোসেন, রেজাউল করিম, ৩ নং ইটালী ইউনিয়ন আরিফুল ইসলাম, দেদার হোসেন, তাজুল আসলাম, রিপন, শীতল কুমার, আ: সালাম খান, জুয়েল হোসেন, মোল্লা মতিয়ার রহমান, মিলন ৪ নং কলম ইউনিয়ন রিয়াজ উদ্দিন, আওয়াল কবির, পিকে নাসির উদ্দিন, গোলাম রাব্বানী, মঈনুল হক, চুনু এমদাদাদুল, হক বাবলু, ফরিদ আলী, মোল্লা সাদেকুল, বাশার, ৫ নং চামারী ইউনিয়ন রশিদুল ইসলাম, মৃধা রবিউল, করিম, রফিকুল ইসলাম খান, এনামুল হক, মনিরুল ইসলাম, মনি, শাহাদত হোসেন, হাবিবুর রহমান, স্বপন, মমিন, মন্ডল মির্জা, রাগীব আহসান রবি, ৬ নং হাতিয়ান্দহ নওফেল উদ্দিন চৌধুরী, হামিদুল ইসলাম, হায়দার, মাহবুব উল আলম, আরিফুল ইসলাম, মোস্তাকুর রহমান, রেজাউল করিম, আবুল কালাম আজাদ, ৭ নং লালোর ইউনিয়ন মাসুদ সরদার, রুবেল হোসেন, শাহ আলম, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, একরামুল হক, শুভ আ: মান্নান তালুকদার, মিলন আলী, ৮ নং শেরকোল ইউনিয়ন শামসুল ইসলাম, লুৎফুল হাবিব, রুবেল ,হযরত আলী, তৌহিদুর রহমান, জাফর ইকবাল, ৯ নং তাজপুর ইউনিয়ন মুকুল হায়দার, আবুল মাসুদ, মিনহাজ উদ্দিন সরদার, জহুরুল ইসলাম, আব্দুল জব্বার, শরিফুল ইসলাম শরিফ, মোস্তাফিজুর রহমান, জিয়া হোসেন ,আব্দুল মালেক ,১০ নং চৌগ্রাম ইউনিয়ন জাহেদুল ইসলাম ভোলা , আলতাব হোসেন, জিন্নাহ আ: বারিক হোসেন শরফরাজ নেওয়াজ, বাবু ১১ নং ছাতারদিঘী ইউনিয়ন শাজাহান আলী সরদার , আলতাব হোসেন আকন্দ , মলয় কুমার সরকার , শামিম হোসেন ,বাদশা ,আব্দুর রউফ সরদার ( বাদশা) হেলাল উদ্দিন ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়ন মুকুল হোসেন হুমায়ুন কবির আ: মান্নান ,ইদ্রীস আলী ,সুলতান আহমেদ ,জাকির হোসেন, তপন কুমার সরকার, হান্নান শাহরিয়ার, ফেরদৌস হোসেন, মামুন সরকার।
আরও দেখুন
লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …