নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার ১১ নং ছাতার দিঘি ইউনিয়নের পাওটা গ্রামে অভিযান চালিয়ে ৬ জুয়ারুকে আটক করেছে পুলিশ।
আটক জুয়ারুরা হলো, পাওটা গ্রামের মজাহার আলীর ছেলে করিম(৩৫), ময়েজউদ্দিনের ছেলে আবুল(৪৫), সেকেন্দার আলীর ছেলে মোস্তফা(২৮), জহির শাহ’র ছেলে ইয়াজউদ্দীন (৫০), মাহফুজের ছেলে নাজমুল(৩৫) ও শ্রী রাখালের ছেলে শ্যাম(৫৫)।
সিংড়া থানা অফিসার ইনচার্জ নূর-এ আলম সিদ্দিক সত্যতা নিশ্চিত করে জানান, আটক জুয়ারুদের নামে মামলা রুজু করে আদালতে হাজির করা হবে।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …