নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৪৯ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার সুকাশ ইউনিয়নের বেলোয়া গ্রাম থেকে উদ্ধার করে থানা পুলিশ।
জানা যায়, বেলোয়া গ্রামের আকবর সরকারের পুত্র রবিউল সরকারের পরিত্যক্ত বাড়ি থেকে ৩৪ বস্তা ও একই গ্রামের মৃত জাহেদ আলীর পুত্র আনোয়ার হোসেন ও আক্কাদুলের চায়ের দোকান থেকে ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বেলোয়া গ্রামের পৃথক দুই জায়গা থেকে ৪৯ বস্তা চাল জব্দ করা হয়। উদ্ধারকৃত চালের বস্তাগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আরও দেখুন
নাটোরে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবীতে লিফলেট বিতরন
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই ঘোষনাপত্র বাস্তবায়নের দাবীতে নাটোরে নলডাঙ্গায় লিফলেট বিতরন করেছে …