রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / সিংড়ায় ৩ টি প্রাইমারী স্কুলের ভবন উদ্বোধন

সিংড়ায় ৩ টি প্রাইমারী স্কুলের ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোর জেলার সিংড়া উপজেলার এলজিইডির আওতায় তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। শুক্রবার সকালে উপজেলার বড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিমাকদমা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গোয়াল বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।

সিংড়া এলজিইডি অফিস জানায় ২০১৮-২০১৯ অর্থ বছরে বড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭২ লাখ টাকা, নিমাকদমা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫৩ লাখ টাকা এবং গোয়াল বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭৮ লাখ টাকা ব্যয়ে এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, নাটোর জেলা পরিষদের সদস্য সালাহ উদ্দিন আল আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব রঞ্জিত কুমার প্রমুখ।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …