রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় ৩২ জুয়ারি আটক, দুই লাখ টাকা ও জুয়া সরঞ্জাম উদ্ধার

সিংড়ায় ৩২ জুয়ারি আটক, দুই লাখ টাকা ও জুয়া সরঞ্জাম উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, সিংড়া:

নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের করচমারিয়া সবুজ সংঘ ক্লাব থেকে ৩২ জন জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় জুয়া খেলার নগদ ২ লাখ ৩ হাজার ২৯৮ টাকা ও ৭ সেট তাস উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার করচমারিয়া গ্রামের সবুজ সংঘ ক্লাবে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নগদ ২ লক্ষাধিক টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৩২ জনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেন পুলিশ। ধৃত আসামী উপজেলার হুলহুলিয়া গ্রামের মৃত আপেল প্রাং এর ছেলে মিঠুন (৪২),সৈয়দপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে শুব্বর একলাছপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ওয়াহেদ (৩২)আব্দুস সাত্তারের ছেলে ইদ্রিস আলী (২৮),ভর তেতুলিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে আলাউদ্দিন(৩৫),মির্জাপুর গ্রামের মৃত আফাজ প্রাং এর ছেলে বাবুল প্রাং (৩৫),পালশা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মোশারফ হোসেন (৪৫),মৃত কাওসার আলী সরকারের ছেলে আশরাফুল ইসলাম (৫৫),মৃত ওমর আলীর ছেলে জিয়াউল (২৫),মৃত খয়বের ছেলে ওসমান আলী (২৮),মৃত খয়বরের মহসীন (৪০),হবিবর রহমানের ছেলে বাবু(৩০),হোসেনপুর আজাহার আলী কামাল হোসেন(৩৬),পাকিশা গ্রামের জয়নুল আবেদীনের ছেলে আঃ কাদের(২৯),করচমারিয়া গ্রামের মৃত জমসেদের ছেলে আঃ সামাদ(৩৫),মৃত গাজীউর রহমানের ছেলে জুয়েল হোসেন(৩৮),কয়ছেরের ছেলে আরিফ হোসেন(৩০),শাহাদ আলীর ছেলে, মনিরুল ইসলাম(৩২)মৃত সন্তোষ আলীর ছেলে মোফ্ফাজ্জল হোসেন (৬০),গুরুপদর ছেলে বৈদ্যেনাথ (৩৮),মৃত আয়েজ উদ্দিন সরদারের ছেলে আহসান (৫৫),মৃত কেফাতুল্লাহর ছেলে সোহেল রানা(৫০),মৃত হারানের ছেলে কামরুল(৫০), মৃত রমজানের ছেলে শাহাজাহান আলী(৩৫),মৃত বাহারের ছেলে রহিদুল (৪০),মৃত আঃ রাজ্জাকের ছেলে মজিদুল ইসলাম(৪৭),বল্টু প্রাং এর ছেলে জিল্লুর রহমান (২৮),মোফাজ্জল সরকারের ছেলে সিদ্দিক (৩৫),মৃত ময়েজ উদ্দিনের ছেলে রানা(৩৫),আবু তালেবের ছেলে হাফিজুর রহমান(২৬),মৃত মতিউর রহমানের ছেলে  শরিফুল ইসলাম(৩২),কাওসারের ছেলে রফিকুল ইসলাম(৩৪)

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে  শিক্ষা বিষয়ক সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার  (৫ অক্টোবর ) নাটোরের লালপুর উপজেলার কলস নগর উচ্চ বিদ্যালয়ে  সকাল …