নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় ২ দিন ব্যাপী সাহিত্য সম্মেলন শুরু হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে সাহিত্য উৎসব ও বইমেলা শুরু হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। নাটোরের জেলা প্রশাসক আবু নাসের ভূইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, ইউএনও ভারপ্রাপ্ত আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, রবীন্দ্র গবেষক প্রফেসর ড. আশরাফুল ইসলাম, সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন আনু প্রমুখ। মেলায় ১০ টি স্টলে বিভিন্ন বই কিনতে শিক্ষার্থীদের ভীর লক্ষ্য করা যায়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …