বুধবার , নভেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় ১ লক্ষ বৃক্ষ রোপন করা হবে -পলক

সিংড়ায় ১ লক্ষ বৃক্ষ রোপন করা হবে -পলক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মুজিববর্ষ উপলক্ষে এ বছর তাঁর নিজ উপজেলায় ব্যক্তিগত উদ্যোগে ১ লক্ষ বৃক্ষ রোপনের পরিকল্পনা নিয়েছেন। সবুজ শ্যামল সিংড়া, গড়ে তুলবো আমরা এ শ্লোগানকে সামনে রেখে বনজ, ফলজ ও ঔষধি গাছ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় এরই অংশ হিসেবে তিনি নাটোরের সিংড়া কোর্টমাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তি ও সেচ্ছাসেবি প্রতিষ্ঠানে তিনি চারা বিতরন করেন। বিতরনকালে তিনি বলেন, বৈশ্বিক অবস্থা মোকাবেলা, জলবায়ু পরিবর্তনে সবাইকে নিয়ে কাজ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নাই।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন সহ আরো অনেকে।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …