নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় রবি/২০২২-২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১২০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (১২ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা’র সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষক সিরাজুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা বলেন, সরকার কৃষিকে এগিয়ে নিতে প্রণোদনা ব্যবস্থা করেছে, এতে কৃষকরা উপকৃত হচ্ছে। পাট চাষ বৃদ্ধির লক্ষ্যে ১২০০ কৃষকের মাঝে ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও ২০২২/২৩ অর্থবছরে ধান, সরিষা, ভূট্টা, পেঁয়াজের বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে।