বৃহস্পতিবার , ফেব্রুয়ারি ১৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / সিংড়ায় ১১টি ঘর আগুনে পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি 

সিংড়ায় ১১টি ঘর আগুনে পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি 

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় অগ্নিকান্ডে মমতাজ আলীর ১১ ছেলের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টায় সবাই ঘুমিয়ে পড়ে, হঠাৎ রাত দেড় টার দিকে আগুনের ফুলকি চারিদিকে ছড়িয়ে পড়লে চিৎকারে সবাই বের হয়ে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত কৃষক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন জানান, তারা যৌথভাবে সবাই বসবাস করে আসছেন। তারা ১১ ভাই জালাল মহুরী, শহিদুল ইসলাম, মোশারফ হোসেন, মহিদুল ইসলাম, আঃ ছালাম, বেলাল হোসেন, আলমগীর, সিরাজুল, ইউসুফ, এনামুল, আঃ হান্নান। সবার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। অপর ভাই এর আংশিক ক্ষতি হয়। বাড়ির নগদ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা, ৬ টি ফ্রিজ, ২০০ মন ধান পুড়ে ছাই হয়ে গেছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর দ্রুত ঐ পরিবারকে শুকনো খাবার, শীতবস্ত্র পৌঁছে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।

আরও দেখুন

লালপুর আড়বাব ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার …