সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় ১টি গাঁজার গাছ উদ্ধার

সিংড়ায় ১টি গাঁজার গাছ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল দশটার দিকে ধুরশন গ্রাম থেকে এই গাঁজার গাছ উদ্ধার করা হয়। এই সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই পলাশ, এএসআই আরিফ শনিবার সকালে অভিযান চালিয়ে উপজেলার সুকাশ ইউনিয়নের ধুরশন গ্রামের গোবিন্দ চন্দ্রের ছেলে রঞ্জন এর বসত ঘরের জানালার পাশ থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করে। গাঁজার গাছটির আনুমানিক উচ্চতা সাড়ে তিন ফুট। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ীর মালিক গোবিন্দ সহ অন্যান্যরা পালিয়ে যায়।

পুলিশ আরো জানায়, ওই এলাকায় প্রচুর মাদক ব্যবসায়ি ও সেবনকারী রয়েছে। পুলিশী নজরদারির কারণে মাদক কেনা বেচা করতে পারছে না। তাই ব্যবসায়িরা এবার গাঁজার গাঁছ লাগিয়ে তাদের চাহিদা পুরণ করার চেষ্টা চালাচ্ছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …