সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় হিলফুল ফুজুল এর ঈদ সামগ্রী বিতরণ

সিংড়ায় হিলফুল ফুজুল এর ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ

নাটোরের সিংড়ায় হিলফুল ফুজুল এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পরে সিংড়া বাজার সাংবাদিক রানা মিডিয়া হাউস এর সামনে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে লাচ্চা, চিনি ও দুধের প্যাকেট প্রদান করা হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল এর সভাপতি সাংবাদিক মোল্লা এমরান আলী রানা, সহ-সভাপতি মাওলানা আতিকুর রহমান সাদী, সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসুদ, সাংগঠনিক সম্পাদক হাঃ মিজানুর রহমান, সহ দপ্তর সম্পাদক মাওলানা হারুন ওর রশীদ সদস্য মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা আমিরুল ইসলাম।  

এ সময়  সংগঠনের সভাপতি মোল্লা এমরান আলী রানা বলেন আল্লাহর দেয়া বিধান রাসূলের পথ অনুসরণ করে পথ চলতে পারলেই সকল দুর্যোগ থেকে মুক্তি মেলা সম্ভব, দুর্যোগে সবাই মিলে  ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে সেইসাথে সরকারের দেওয়া স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসুদ বলেন আমরা হিলফুল ফুজুল এর মাধ্যমে আরও সামাজিক কাজ করতে চাই। এ ব্যাপারে সবাইকে সাথে থাকার আহ্বান জানান।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …