শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় হিয়াতপুর বণিক সমিতির বৃক্ষরোপন ও চারাগাছ বিতরণ

সিংড়ায় হিয়াতপুর বণিক সমিতির বৃক্ষরোপন ও চারাগাছ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় হিয়াতপুর বণিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন ও চারাগাছ বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) হিয়াতপুর বাজারে বেলা ১১টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমিতির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

হিয়াতপুর বণিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. আসাদ আলী মোল্লা।

কেক কাটার মধ্য দিয়ে হিয়াতপুর বণিক সমিতির ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হয়। এসময় ২০০জনের মাঝে বিভিন্ন রকমের গাছ বিতরণ ও বৃক্ষরোপন করা হয়।

হিয়াতপুর বণিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা সামাজিক ও মানবিক করে যাচ্ছি। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …