শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় হাঁসের খামারের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের

সিংড়ায় হাঁসের খামারের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় হাঁসের খামারের বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলী(৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ ৮ আগস্ট সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের সাতুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ইমান আলী(৬৫) একই এলাকার মছির উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানায়, আজ ৮ আগস্ট সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের সাতুয়া গ্রামে ইমান আলী একই গ্রামের কালাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময় খামারের সাথে শেয়াল তাড়ানোর জন্য পাতা বিদ্যুতিক লাইনে স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে নিহত হন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে এ ব্যাপারে এখনো কেউ মামলা দায়ের করেনি।

আরও দেখুন

বিনা প্রতিদ্বন্দ্বীতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন শাহিন

নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর):৬ ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিতব্য দিনাজপুরের …