নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের সিংড়ায় সরকারি খাল দখল করে অবৈধভাবে মাছ শিকার করাকালীন সময় সেনাবাহিনীর অভিযানে প্রায় ১ লক্ষ টাকার মাছ উদ্ধার করা হয়। শুক্রবার ( ১১ এপ্রিল) সকালে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের শৈলমাড়ী বিলে এঘটনা ঘটে। জানা যায়, শৈলমাড়ী খাল দখল করে খাল শুকিয়ে কিছু লোকজন অবৈধভাবে মাছ শিকার করাকালীন সময় গোপন সংবাদ এর ভিক্তিতে সিংড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করে প্রায় ২ মোণ ( প্রায় ৮০ কেজি) পরিমাণ ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে। পরে জব্দকৃত মাছগুলো মাদ্রাসা ও এতিমখানায় দান করেন সিংড়া আর্মি ক্যাম্পের অভিযানিক দল। অবৈধভাবে খাল শুকিয়ে মাছ শিকার সংক্রান্ত এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও জলজ সম্পদের জন্য মারাত্মক হুমকি ও প্রচলিত আইনের পরিপন্থী। সিংড়া আর্মি ক্যাম্পের অভিযানিক টহল দল অভিযানের অভিযানে সফল হয়েছেন ও পরবর্তী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।
