বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় সাপের কামড়ে কিশোরী নিহত

সিংড়ায় সাপের কামড়ে কিশোরী নিহত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় সাপের কামড়ে অনুসা ঘোষ(১২) এক কিশোরী নিহত। আজ ১২ জুন সকাল সোয়া ছয়টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত অনুসা একই গ্ৰামের বাসুতোষ ঘোষের মেয়ে। এবং বুনকুড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

অনুসার পারিবারিক সূত্রে জানা যায়, আজ ১২ জুন সকালে অনুসা তার ঘরে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখে। পা রাখার সাথে সাথে তার পায়ে সাপ ছোবল মারে। প্রথমে অন্য কিছু ভেবে সে গুরুত্ব না দিয়ে বাইরে চলে আসে। কিছুক্ষণ পর তার শরীরে বিষক্রিয়া শুরু হলে সে তার মা-বাবাকে জানায়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …