সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / সিংড়ায় সরকারি জায়গায় মাটি কাটার অপরাধে অর্থদন্ড

সিংড়ায় সরকারি জায়গায় মাটি কাটার অপরাধে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সরকারি জায়গায় মাটি কাটার অপরাধে মোঃ মান্নান শেখ নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ রা ডিসেম্বর) দুপুরে উপজেলার ইটালী ইউনিয়নের বনকুড়ি এলাকায় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

অভিযুক্ত মোঃ মান্নান শেখ পাবনা জেলার বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, সোমবার দুপুরে ইটালি ইউনিয়নের বনকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি জায়গায় মাটি কাটার অভিযোগে মো. মান্নান শেখ নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারার লংঘন এবং ১৫ ধারায় শাস্তি অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। তাৎক্ষণাত তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।

তিনি আরও বলেন, প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …