নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কের নির্মাণাধীন আইসিটি হাইটেক পার্কের পাশে সড়ক দূর্ঘটনায় তুষার আলী ( ৩৩ ) নামে একজনের নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নাটোর কানাইখালী এলাকার ইয়াদত আলীর ছেলে, এলাকাবাসী জানায়, তুষার নাটোর থেকে সিএনজি অটোরিক্সা যোগে সিংড়ায় তার কর্মস্থল রোগ মুক্তি ফার্মেসী নামক প্রতিষ্ঠানে যাওয়ার পথে শেরকোল হাইটেক পার্ক এলাকায় সিএনজি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুষার সহ আরো দুইজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ান আহমেদ জানান, তিনি এই দুর্ঘটনার বিষয়ে এখনো কোনো সংবাদ পাননি।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …