বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-২

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-২

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় সিএনজিতে ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে দুজন। নিহত সিএনজি চালকের নাম রফিকুল ইসলাম (৩৭), তিনি চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রামের মৃত আঃ সোবাহানের ছেলে। শনিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মত চলনবিলে মাছ শিকার করে চৌগ্রাম আড়তে বিক্রি করতে আসার পথে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় পৌঁছালে ট্রাক ধাক্কা দেয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এসময় আহত একজন রামেকে স্থানান্তর করা হয়েছে এবং অপর একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …