নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় আরমিছ (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ছয়টার বগুড়া -নাটোর মহাসড়কের বাঁশের ব্রীজ এলাকায় অটোরিকশা এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরমিছ সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের ছাতুয়া গ্রামের আজিজ এর ছেলে।
এলাকাবাসী জানায়, আজ ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ছয়টার দিকে আরমিছ অটোভ্যান এ ধান বোঝাই করে রনবাঘা হাটে যাচ্ছিলেন। পথে বগুড়া -নাটোর মহাসড়কের বাঁশের ব্রীজ এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নাটোর গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ট্রাক এবং এর চালককে আটক করতে পারেনি।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …