সোমবার , জানুয়ারি ৬ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল আহমেদ(৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ ২৪ জানুয়ারি সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল আহমেদ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার দাঁত মানিক গ্ৰামের আনোয়ার হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, আজ ২৪ জানুয়ারি সোমবার সকালে রাসেল আহমেদ সিংড়ার দিক থেকে মোটরসাইকেল যোগে নন্দিগ্ৰামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে জামতলি টু বাঁশের ব্রিজ নামক বিশ্বরোড এর মাঝামাঝি স্থানে পৌঁছালে নাটোরগামী ঢাকা মেট্রো-ব -১৩-০৯৬৩ বসুন্ধরা বাস, নন্দীগ্রামগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাসেল আহমেদ নিহত হন। মৃতের আত্মীয়-স্বজন মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে গেছে মর্মে জানা যায়। ঘাতক বাসটিকে হাইওয়ে পুলিশ আটক করেছে।

আরও দেখুন

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে কম্বল বিতরণ সরকারি সহায়তায়

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, উপজেলায় ৩৯৮৪ টি কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার …