মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া / সিংড়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নয়ন কুমার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন উপজেলার পাকুড়িয়া গ্ৰামের অজিত কুমার এর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে প্রবাসী নয়ন মোটরসাইকেলযোগে সিংড়ার দিকে আসছিল। এ সময় অপর দিক থেকে আরও একটি মোটরসাইকেল চৌগ্রাম ব্রিজের কাছে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নয়ন গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে সে মারা যায়।

তার পারিবারিক সূত্রে জানা যায় সে দীর্ঘদিন বিদেশ থেকে কয়েক দিন আগেই বাড়িতে এসেছে। এই ঘটনায় পাকুরিয়া নয়নের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …