মঙ্গলবার , জানুয়ারি ৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত ১

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের সিংড়ায় অজ্ঞাত যানবাহনের চাপায় রুবেল (২৮) এবং নাদিম মাহমুদ (৩০) নামের ২ মোটরসাইকেল আরোহী নিহত এবং শামসুদ্দিন (৪২) নামের একজন আহত হয়েছে। আজ ৫ জানুয়ারি রবিবার বিকেল চারটার দিকে সিংড়া-নাটোর মহাসড়কে নিঙ্গুইন ও হাইটেক পার্কের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার খেয়ালী মধ্যপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং নাদিম মাহমুদ একই গ্রামের মঞ্জুর আলমের ছেলে। আহত শামসুদ্দিন ওই এলাকার সাবের প্রামানিকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল চারটার দিকে বগুড়ার দিক থেকে মোটরসাইকেল যোগে ৩ আরোহী নাটোরের দিকে যাচ্ছিলেন। একই সময় নাটোর থেকে একটি যাত্রীবাহী বাস সিংড়ার দিকে যাচ্ছিল। উভয় যানবাহন লিঙ্গুইন শুটকি চাতাল এর কাছে পৌঁছালে যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রুবেল এবং নাদিম মাহমুদ নিহত হন। এবং শামসুদ্দিন নামের অপরাহ্ন আরোহী গুরুতর আহত হন। ওই সময় দুর্ঘটনার খবর পেয়ে সিংড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহত শামসুদ্দিন কে উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক যানবাহনকে সনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

আরও দেখুন

বড়াইগ্রামে আওয়ামীলীগর নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,,,, নাটোরে বড়াইগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান মৃত্যু …