নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুল হাকিম (৪৫) নামে একজন কৃষক নিহত হয়েছে। নিহত কৃষক সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের হিয়াতপুর গ্রামের মৃত হযরত আলীর পুত্র। তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নাটোর-বগুড়া সড়কে চৌগ্রাম নামক স্থানে ভ্যান যাত্রী আচমকা রাস্তায় পড়ে গেলে দ্রুতগামী ট্রাকে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান কৃষক আব্দুল হাকিম।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নুর এ আলম জানান, ঘটনাস্থলে মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
