রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / খেলা / সিংড়ায় শেখ রাসেল ডিজিটাল ক্লাব ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

সিংড়ায় শেখ রাসেল ডিজিটাল ক্লাব ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
সিংড়ায় শেখ রাসেল ডিজিটাল ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে স্থানীয় রামানন্দ খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কৈগ্রাম ৩-০ পাইক প্রহরী দলকে পরাজিত করে। প্রায় এক মাস ধরে চলা এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হলো আজ। রামানন্দ খাজুরা শেখ রাসেল ডিজিটাল ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল ফাইনাল খেলার চ্যাম্পিয়ন দল কৈগ্রামের টিম ম্যানেজার ও ইউনিয়ন সভাপতি ইদ্রীস আলীর হাতে পুরস্কার তুলে দেন, মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এসময় রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার, রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …