মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / সিংড়ায় শত্রুতা করে রাস্তা কেটে দেয়ার অভিযোগ

সিংড়ায় শত্রুতা করে রাস্তা কেটে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় শত্রুতা করে রাস্তা কেটে দেয়ার অভিযোগ উঠেছে। রবিবার রাতের আঁধারে উপজেলার সুকাশ ইউনিয়নে পানিপুকুর হতে বাইগুনি পাকা রাস্তার মাঝে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে কোনো এক সময় একটি সংঘবদ্ধ চক্র এই ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা অভিযোগ করেছেন, লক্ষ্মীকোলা গ্রামের কিছু অসাধু ব্যক্তি রাতের আধারে এ কাজ করেছে বলে তাদের ধারণা। এর আগে তারা দিনের বেলায় রাস্তা কেটে বিলের পানি নামিয়ে দেয়ার পাঁয়তারা করেছে। এদিকে রাস্তার প্রবেশ মুখে একটি কালভার্ট দিয়ে পানি প্রবাহ চলমান থাকা অবস্থায় রাস্তা কেটে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সবাই।

এখানে সৌঁতি জালে মাছ শিকার করছে একটি মহল। অপরদিকে চলাচল বন্ধ হয়ে পড়ায় জনদুর্ভোগে পড়েছে সাধারন মানুষ। এব্যাপারে শুকাস ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আব্দুল মজিদের সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান, তিনি করোনা আক্রান্ত বলে বাইরে বের হতে পারছেননা। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যকে বলা হয়েছে ব্যবস্থা নেয়ার জন্যে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …