রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ দুই ব্যবসায়ীর জরিমানা

সিংড়ায় শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ দুই ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় চায়না দুয়ারী জাল উদ্ধার ও দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আল ইমরান। পরে বুধবার বিকেলে জালগুলো সিংড়া উপজেলা কোর্ট মাঠে পুড়ানো হয়।

জানা যায়, বুধবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি আল ইমরান। এসময় ব্যবসায়ী আব্দুস সবুর ও সাকিল ইসলাম কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে জাল গুলো উদ্ধার করা হয়। পরে বিকেলে সিংড়া কোর্ট মাঠে পুড়ানো হয়।

চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ জানান, চায়না দুয়ারী জাল চলনবিলের পরিবেশ ও জীববৈচিত্র্য নষ্ট করছে। পোনা মাছ কিংবা মা মাছ বিনষ্ট করছে। প্রশাসনের অভিযানকে তিনি স্বাগত জানান।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১২ টা থেকে উপজেলার বিয়াস ও ডাহিয়া বাজারের তিনটি দোকানে অভিযান পরিচালনা করে ৮০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা করা হয়।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …