শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / সিংড়ায় রোপা আউশ মৌসুমের ধান চাষের জন্য কৃষকদের মাঝে প্রণোদনা সহায়তা বিতরণ

সিংড়ায় রোপা আউশ মৌসুমের ধান চাষের জন্য কৃষকদের মাঝে প্রণোদনা সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে রোপা আউশ মৌসুমের ধান চাষ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা সহায়তার জন্য ১৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসনায়িক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সুকাশ ইউনিয়ন পরিষদ চত্বরে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রন্জু হোসেন ও অখীলবন্ধু শীল এবং প্রায় শতাধিক কৃষকগণ।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রন্জু হোসেন বলেন, কৃষির উন্নয়নের জন্য সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের নিকট যে কোন প্রযুক্তি ও আর্থিক সুবিধা আসলে যত দ্রুত সম্ভব কৃষদের মাঝে পৌছে দিয়ে থাকি। কৃষির যে কোন সমস্যা সমাধানে উপজেলা কৃষি অফিস ও উপসহকারি কৃষি অফিসারের নিকট যোগাযোগের অনুরোধ জানান, তিনি কৃষকদের আরো বলেন রোপা আউশ আবাদ দিন দিন বৃদ্ধি করতে হবে কারন রোপা আউশ আবাদে কৃত্রিম সেচ কম দিতে হয় এজন্য রোপা আউশ আবাদে খরচ কম হয়।

সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ বলেন, সরকারের সূদূর প্রসারী পরিকল্পনা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের অর্থনৈতিক অবস্থা মজবুত করার লক্ষে নানাবিধ কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সার, বীজ, কীটনাশক এবং সেচের সুষ্ঠু ব্যবহারে কৃষির উন্নয়ন এগিয়ে চলেছে। এ সরকারের দক্ষ এবং কৌশলী কৃষি নীতি গ্রহনের ফলে কৃষিতে অভূতপূর্ব সফলতা এসেছে। তিনি আগত সকল কৃষককে যার যতটুকু জমি আছে তাতেই কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক উন্নত আবাদের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের আহ্বান জানান।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …