সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মুকুল

সিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মুকুল

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
আসন্ন দলীয় কাউন্সিলে সিংড়া উপজেলার রাঃ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক এবং সাবেক ছাত্র নেতা মোঃ মুকুল হোসেন। মঙ্গলবার চার শতাধিক নেতা কর্মিদের সাথে নিয়ে সিংড়া উপজেলা আ.লীগের কার্যালয় হতে উপজেলা আ.লীগের সভাপতি এড. শেখ ওহিদুর রহমানের কাছ থেকে সাধারণ সম্পাদক পদে দলীয় ফরম উত্তোলন করেন মোঃ মুকুল হোসেন। রাঃ খাজুরা ইউনিয়নের সোয়াইড় গ্রামের একটি সভ্রান্ত আওয়ামী পরিবারের মোঃ আবদুল কাদেরের সন্তান মোঃ মুকুল হোসেন। আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই মুকুল হোসেনের পুরো পরিবার বংশানুক্রমে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।দলের দুঃসময়েও তারা দৃঢ়ভাবে আ.লীগের পাশে থেকেছেন।ইউনিয়ন আ.লীগের নেতা কর্মিদের আপদ-বিপদে সব সময় পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে আসছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার বিষয়ে মোঃ মুকুল হোসেন বলেন, রাঃ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের আওয়ামী লীগ ও যুবলীগ-ছাত্রলীগ সহ সকল সংগঠনের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সকল নেতাকর্মিদের সাথে নিয়ে রাঃ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগকে আরো শক্তিশালী করে গড়ে তুলবো।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …