নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড ভ্যান, বাস’সহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা গেছে। এছাড়াও গাড়ির ভেতর অবৈধ কোনও কিছু আছে কিনা সেটাও তল্লাশি করতে দেখা যায় যৌথবাহিনীকে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে অভিযান শুরু হয়। যৌথঅভিযানে সেনাবাহিনীর সঙ্গে থানা পুলিশ ও ট্রাফিক সার্জেন্ট ছিল। নেতৃত্ব দেন সেনাবাহিনীর সিংড়া অস্থায়ী ক্যাম্প কমান্ডার আহমেদ সাফওয়ান জাসির। অভিযানে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে সড়ক আইনে লাইসেন্স বিহীন সহ বিভিন্ন আইনে ৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত মামলা ও ৬হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সিংড়ায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রতন আহমেদ বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে আমরা চেকপোস্টে যৌথ অভিযান পরিচালনা করেছি, সড়ক আইন ২০১৮ এর ধারায় ৬০হাজার টাকা জরিমানা ও ৮টি মোটরসাইকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে পাশাপাশি জনসাধারণ কে ফুট ওভারব্রিজ ব্যবহার করতে অনুরোধ করেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আরও দেখুন
বড়াইগ্রামে প্রত্যন্ত গ্রামে কৃষকের বাড়িতে ডাকাতি
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামের প্রত্যন্ত গ্রাম শ্রীরামপুর গৌরিপুর গ্রামে এক কৃষকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। …