সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

সিংড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাটোরের সিংড়ায় উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। সোমবার বিকেলে পৌর এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এক পথসভায় মিলিত হয়।

এ সময় দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি কারি মৌলবাদীদের বিরুদ্ধে ধিক্কার ও সাধারণ মানুষকে একজোট হওয়ার আহ্বান জানানো হয়। উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদারের পরিচালনায় পখসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মাহাবুব আলম বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান কবির টিটু, সাধারন সম্পাদক প্রভাষক আনিসুর রহমান লিখন, ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।

এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …