রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় যুবদল নেতা আটক

সিংড়ায় যুবদল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:

নাটোরের সিংড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব এম এ মালেককে আটক করেছে পুলিশ। সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (২রা নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার শেরকোল বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি শেরকোল ইউনিয়নের আগপাড়া গ্রামের মৃত রেকাত উদ্দিন প্রামাণিকের ছেলে। এর আগে গত ২৮শে অক্টোবর রাতে সিংড়া থানার উপ-পরিদর্শক রতন রায় বিএনপির ৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫-৩০জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

এ মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, যুবদলের এক নেতাকে আটক করা হয়েছে। তাকে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হবে। সিংড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …