মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত পথচারীর মৃত্যু

সিংড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত পথচারী মজিরুল মারা গেছে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মজিরুল উপজেলার আগতিরাইল গ্রামের সিরাজের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল ১ ডিসেম্বর সন্ধ্যে সাড়ে পাঁচটার দিকে সাত পুকুরিয়া ডাহিয়া রাস্তায় মজিরুল ইসলাম ( ২২ ) হাঁস নিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …