বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / সিংড়ায় মেয়ের হাতে আ’লীগ নেতা খুন

সিংড়ায় মেয়ের হাতে আ’লীগ নেতা খুন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় নিজ মেয়ে মিরা (৩০) এর লাঠির আঘাতে খুন হয়েছে আব্দুস সাত্তার (৮০) নামে এক আ’লীগ নেতা। সে হাতিয়ান্দহ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলেন। সোমবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মেয়ে মিরাকে আটক করেছে। 

পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরে নিজ বাড়িতে বাবা ও মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় জমি লিখে দেবার জন্য মেয়ে আঃ সাত্তারকে চাপ দেয়। এক পর্যায়ে মেয়েটি ডাব গাছের ডাল দিয়ে ঘাড়ে সজোরো আঘাত করলে মাটিতে লুটে পড়ে আব্দুস সাত্তার। সেখানেই তাঁর মৃত্যু ঘটে।

স্থানীয়রা জানায়, মেয়েটি স্বামী তালাক হবার পর বাড়িতে থাকতো, ইতোমধ্যে একটি ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে, এ নিয়ে বিরোধ চলছিলো। হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম জানান, খুব দুঃখজনক ঘটনা, পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটেছে। 

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বিপিএম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মীরাকে আটক করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।  

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …