সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় মেয়রপ্রার্থী কামরানের মোটরসাইকেল শোডাউন

সিংড়ায় মেয়রপ্রার্থী কামরানের মোটরসাইকেল শোডাউন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোডাউন করেছেন নাটোরের সিংড়া পৌরসভার মেয়রপ্রার্থী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান।

বুধবার বিকেলে পৌর শহরের চাঁদপুরে তাঁর ব্যক্তিগত কার্যালয় থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার ১২টি ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় তিনি পৌরবাসীর সাথে কুশল বিনিময় করেন। 

এসময় উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সহ-সভাপতি শাহজাহান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম রিপন, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর শাহ সাগর, যুবলীগের সহ-সম্পাদক ইনোক, অগ্রগতি ক্লাবের সভাপতি শেখ তিতুমীর, ইটালি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিঠুসহ আ’লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দ।

কামরুল হাসান কামরান বলেন, উপজেলা পরিষদ থেকে জনগণকে কাঙ্খিত সেবা দেওয়া যায়না। এজন্য পৌর নির্বাচনে প্রার্থী হয়েছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করবো। ক্ষমতা ভোগ বিলাসের জায়গা না, জনসেবার জায়গা। সুখে-দুঃখে জনগণের পাশে ছিলাম, থাকবো।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …