বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় মামলা করায় বাদী কে মারপিট

সিংড়ায় মামলা করায় বাদী কে মারপিট

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:

নাটোরের সিংড়ায় নাটোর বিজ্ঞ আদালতে মামলা করায় বাদী আলাউদ্দিন খলিফা (৬৫) কে মারপিট করেছে প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এদিকে মামলা তুলে না নিলে প্রাননাশের হুমকি সহ জমি থেকে উচ্ছেদ করার পায়তারা করছে।

জানা যায়, উপজেলার নলবাতা গ্রামে হক দখলীয় সম্পত্তিতে আবাদ করা অবস্থায় স¤প্রতি একই গ্রামের মহাতাব হোসেন বাঁধা প্রদান করে। নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয়ে নিজ দখলীয় সম্পত্তিতে আলাউদ্দিন আবাদ করা কালিন প্রতিপক্ষরা প্রাননাশের হুমকি দিলে নাটোর কোর্টে মামলা দায়ের করে। এ ব্যাপারে ক্ষিপ্ত হয়ে গত ৫ ডিসেম্বর আলাউদ্দিন খলিফা কে প্রাননাশের উদ্দেশ্য লাঠি, রড দিয়ে হামলা করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। লালোর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে আমরা সমঝোতার চেষ্টা করছি। তবে এখনো সমাধান করা সম্ভব হয়নি। নিজেদের মধ্যে সমস্যা। নিজেদেরই সমাধান করা উচিত।

আরও দেখুন

লালপুরে গোঁসাই আশ্রমে কমিটি

গঠন নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে শ্রী শ্রী ফকির চাঁদবৈষ্ণব গোঁসাই আশ্রমে আলোচনা সভা ও আহŸায়ক …