নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় মামলা করায় প্রতিপক্ষের হুমকি ধামকিতে বাড়ি ছাড়া ভূমিহীন রিপনের পরিবার। অপরদিকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করার অপচেষ্টা হিসেবে ঐ পরিবারের উপর উল্টো মামলা দিয়ে ভিটেমাটি ছাড়া করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের হাসিঘাটি গ্রামে।
জানা যায়, ঐ গ্রামের প্রতিপক্ষ আঃ খালেকের ভিটেমাটি দখল করার জন্য বারবার হামলা, মামলার অভিযোগ উঠেছে। ঐ ভূমিহীন পরিবার কে উচ্ছেদ করার অংশ হিসেবে গত ২১ মে দুপুরে আব্দুল তাঁর স্ত্রী ও পুত্রকে নিয়ে ভাঙ্গা ঘর মেরামত করার সময় দেশীয় ধাটালো অস্ত্র নিয়ে আঃ খালেক আব্দুল প্রামনিক কে আঘাত করে এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পুত্র শফিকুল এগিয়ে আসলে তাকেও বেদম মারপিট করে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। আব্দুল প্রামাণিক এর স্ত্রী সফুরা জানান, আমরা অসহায় দরিদ্র পরিবার। আমাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করার জন্য পাল্টা মামলা দেয়া হয়েছে। আমরা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছি।
সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে সিংড়া থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আরও দেখুন
পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …