রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

সিংড়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় মাদক মামলায় শাহাদত হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন। সেই সাথে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। শাহাদাত হোসেন সিংড়া উপজেলার দক্ষিণ দমদম এলাকার শুকচান আলীর ছেলে।

আজ ৬জুন সোমবার দুপুরে নাটোর সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন এই রায় ঘোষণা করেন। উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার দিকে সিংড়া পৌর এলাকার স্টুডেন্ট ফুড কর্ণার এন্ড রেস্টুরেন্ট নামের এক পরিত্যক্ত দোকান থেকে ৫০গ্রাম হেরোইনসহ শাহাদাতকে আটক করে পুলিশ।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …