নীড় পাতা / উত্তরবঙ্গ / সিংড়ায় মসজিদের হিসাব সংক্রান্ত বিরোধের জেরে গোলাগুলিতে আহত ১৩

সিংড়ায় মসজিদের হিসাব সংক্রান্ত বিরোধের জেরে গোলাগুলিতে আহত ১৩

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় মসজিদের হিসাব সংক্রান্ত বিরোধের জেরে গোলাগুলিতে ১৩ জন আহত হয়েছে। আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার রাত নয়টার দিকে উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের কদম কুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হোসাইন জানান, আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার রাত নয়টার দিকে উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের কদম কুড়ি গ্রামে মসজিদের একটি পুকুরের আয়ের হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের গুলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিতে আহত মামুন গ্ৰুপের ১৩জনকে উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এসে ভর্তি করা হয়। মামুন গ্রুপের প্রধান মামুন জানান, গ্রামের মসজিদের পুকুর থেকে গতবছর এক লক্ষ টাকা আয় হয়। সেই আয়ের টাকার হিসাব চাইলে আমরা হিসাব দেওয়ার সময় কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মানিক, তহিদুল,বাচ্চু,রতন, মাহফুজ,লিটন,রবিউল আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়তে শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন, ইব্রাহিম (৩২) ইলাহী (২৭) সোহেল (১৯) নাসিম (২২) সাহাদত (৩৯) আবজাল(৪৪) রফিকুল (৪৮) মান্নান (৫৮) সাকিল (১৭) ফরিদ (৩৮) আলামিন (১৭) হনুফা (৪২) মামুন জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরপক্ষের অভিযুক্ত মানিক এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও দেখুন

 বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে লালপুরে বিএনপির ইফতার মাহফিল

  নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে নাটোরের লালপুরে বিশেষ …